API Testing 1: API এবং API Testing এর সাথে পরিচিতি…

API অথবা “Application Programming Interface” বর্তমান সফটওয়্যার এর খুবই গুরুত্বপুর্ণ অংশ। একটা এপ্লিকেশন, হোক সেটা ওয়েব বা মোবাইল, তার BackEnd এর সব সার্ভিস সম্পন্ন হয় API এর মাধ্যমে।

তাই সফটওয়্যার টেস্টার এর জন্যও API টেস্ট এর চাহিদাও দিনে দিনে বাড়ছে। তাই ভাবলাম API Testing নিয়ে একটা সিরিজ বানাই।

এই পর্বে আমি চেষ্টা করেছি API এর একটা ধারণা দিতে, টেস্টার এর দৃষ্টিকোণ থেকে। আশা করি সবার জন্য সুবিধাজনক হবে।

Leave a comment