API Testing 2: বিভিন্ন API Method এর সাথে পরিচয়।

API Testing tutorial 2:

API Methods/Requests API নিয়ে কাজ করার সময় আপনাকে প্রত্যেকবার সার্ভার এর কাছে request পাঠাতে হবে, এবং আপনার সেই request এর ভিত্তিতে সার্ভার আপনাকে উত্তর বা Response পাঠাবে। এখন সার্ভারকে আপনি বিভিন্নরকম request করতে পারেন, সেটা হবে আপনার চাহিদা মতো, যে আপনি কি চাচ্ছেন।

তো এই বিভিন্নরকম request গুলাকে বলা হয় API Methods অথবা Requests। তো এই পর্বে আপনারা জানতে পারবেন যে বিভিন্ন রকম API Methods/Requests কি এবং কোনটা কোন কাজে ব্যবহার করা হয়।

API Testing Bangla tutorial 2. What are the API methods/requests. What operation the methods performed individually.

My other videos:

API Testing 1: https://youtu.be/WP3XNlA7SmE

JMeter Bangla 1: https://youtu.be/V9aWOuqmdNU